আল কুরআন এক মহাবিস্ময় | ড. মরিস বুকাইলি, ড. কিথ এল মূর, গ্যারি মিলার | Islamic Book Review in Bangla
Description
বই: আল কুরআন এক মহাবিস্ময় মূল: ড. মরিস বুকাইলি, ড. কিথ এল মূর, গ্যারি মিলার অনুবাদ: খোন্দকার রোকনুজ্জামান প্রকাশনায়: বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা পৃষ্ঠা সংখ্যা: ৮০ ১৯৭৬ সালের ৯ নভেম্বর ফ্রান্সের একাডেমি অব মেডিসিন-এ এক ভিন্ন ধারার বক্তৃতা দেওয়া হয়। এটির শিরােনাম ছিল- “আল কুরআনে শরীরতত্ত্ব ও জ্বণতত্ব বিষয়ক তথ্য। আমি এটা এই কারণে করেছিলাম যে, জ্ঞানের এই দু’টি শাখা সম্পর্কে আমরা জানতে পেরেছি আধুনিক যুগের আবিষ্কারের মাধ্যমে। শরীরতত্ত্ব ও প্রজনন সম্পর্কিত আল কুরআনের বর্ণনার উপর আমি আমার গবেষণা উপস্থাপন করেছিলাম। ল কুরআনের সময়কালের একটা গ্রন্থে (অর্থাৎ প্রায় দেড় হাজার বছর আগে) কিভাবে এই বিষয়গুলি থাকতে পারে তা ব্যাখ্যা করা অসম্ভব। আধুনিক যুগের আগে মানুষের রচিত এমন কোন গ্রন্থ ছিল না যা রচনাকালের তুলনায় অনেক অগ্রসর বক্তব্য ধারণ করে এবং যাকে আল কুরআনের সাথে তুলনা করা যেতে পারে। এ ছাড়াও, বাইবেলে (পুরাতন ও নতুন নিয়ম) বর্ণিত একই ধরণের বর্ণনার (অর্থাৎ- শরীরতত্ত্ব ও প্রজনন বিষয়ক বর্ণনার) তুলনামূলক আলােচনা কাম্য মনে হয়েছিল । এভাবেই আধুনিক জ্ঞান আর একেশ্বরবাদীদের ধর্মগ্রন্থের । কিছু অনুচ্ছেদকে মুখােমুখি দাঁড় করিয়ে প্রকল্পটি গঠন করা হয়েছিল। এটি। ছিল বাইবেল, কুরআন ও বিজ্ঞান (The Bible, the Quran and Science) নামক গ্রন্থ প্রকাশের ফল। বইটির প্রথম ফরাসী সংস্করণ। প্রকাশিত হয় ১৯৭৬ সালের মে মাসে (সেঘার্স, প্যারিস)। এখন ইংরেজী ও আরবী সংস্করণ প্রকাশিত হয়েছে।
If you want to see the video of this podcast please go to- https://www.youtube.com/channel/UC4fGheuq1uzls8rQi0X4Tdw/featured